মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধঃ-
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাই পৃথক দুটি অভিযানে ২০৮০লিটার লিটার বাংলা মদ সহ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার আক্কেলপুর উপজেলার পশ্চিম শিয়ালাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযানে মৃত জোহন পাহানের দুই ছেলে শ্রী লোকাই পাহান (৪০)
ভিম পাহান(৩৫)ও একই এলাকার মৃত মহন লালের
ছেলে শ্রী শ্যামল পাহান(৪০)কে গ্রেফতার করা হয়।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,লোকাই পাহান,
ভিম পাহান,ও শ্যামপাহান দির্ঘদিন থেকে লোক চক্ষুর আড়ালে জয়পুরহাটের আক্কেলপুরের উপজেলার শিয়ালা পাড়া গ্রামের নিজ বাড়িতে বাংলামদ উৎপাদন করে গ্রামের যুবকদের কাছে৫০এবং১০০টাকাই ছোট ছোট বোতল জাত করে বিক্রয় করে আসছিল।
র্যাব ৫-সিপিসি-৩জয়পুরহাট ক্যাম্পের এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের নিজ বাড়িতে বিপুল পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতার কৃত আসামিদের যথাযত আইনগত ব্যবস্থা গ্রহন করতে আক্কেলপুর থানাই হস্তান্তর করা হয়।