হারুন শেখ রামপাল প্রতিনিধি।
রামপাল থানা দিন এক নং গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে
স্বাধীনতার মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৩ আগস্ট রবিবার বিকাল ৩ টায় ,গৌরম্ভা বাজারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ,মাননীয় মেয়র খুলনা সিটি কর্পোরেশন । সম্মানিত অতিথি আলহাজ্ব হাবিবুর নাহার ,এমপি মাননীয় উপমন্ত্রী ,পরিবেশ, ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুল ওহাব, সভাপতি রামপাল উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি শেখ মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক রামপাল উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান রামপাল উপজেলা পরিষদ।
সভাপতিত্ব করেন, মোহাম্মদ আলীদাত হোসেন। সহ-সভাপতি ১নং গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগ,
অনুষ্ঠান সঞ্চালনায় আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক ,১নং গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান ১ নং গৌরভা ইউনিয়ন পরিষদ । প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মাননীয় মেয়র মহাদয ,
আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন-স্বাধীনতার মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সারাজীবন কাজ করে যেতে চাই। ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন ধূলিসাৎ করতে চেয়েছিল একদল কুলাঙ্গার। কিন্তু বঙ্গবন্ধু আছে বাঙালী জাতির হৃদয়ে তাকে মুছে ফেলা সম্ভব না। তাঁর অবদান জাতি কখনোই ভুলতে পারবে না। বাঙালি জাতির সমস্ত সত্তা জুড়ে বঙ্গবন্ধুর উপস্থিতি: বঙ্গবন্ধু শুধু ব্যক্তি নন: বঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম: তিনি স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা আমাদের ভাবনা- অনুভাবনায় প্রতিনিয়ত তাঁর দীপ্ত।