মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ছবি আওয়ামীলীগের ভেরিফাই পেইজে পোস্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সন্ধা ৭ টায় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
জানা গেছে গত ২১ ফেব্রুয়ারী/২০২৫ প্রথম প্রহরে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে এরই ধারাবাহিকতায় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ও সভাপতি,সাধারণ সম্পাদক,সদস্য,একজন বীরমুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র নেতা পুষ্পস্তবক অর্পণ করে। ক্লাবের সদস্যরা ছবি গুলো ফেসবুকে পোস্ট করে।
কে বা কাহারা ঐ ছবি গুলো নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাই পেইজে পোস্ট করে এবং সেখানে স্ট্যাটাস দেওয়া হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এর প্রতিবাদে এবং উপজেলা প্রেসক্লাবের সদস্যদের ছবি নিয়ে ফেসবুকে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল এর প্রতিবাদে এবং ষড়যন্ত্রকারীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়।
এইমর্মে মাদারগঞ্জ মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজকালের খবর প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় সহ সভাপতি দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল আজিজ জামালী, সাধারণ সম্পাদক ভোরের ডাক সংবাদদাতা রফিকুল ইসলাম বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজবেলা জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক সকালের সময় মাদারগন্জ প্রতিনিধি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ঢাকার ডাক তারিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সংগ্রাম প্রতিদিন রিয়াজুল ইসলাম মুছা, সদস্য ভোরের বাংলা শাকিল আহমেদ, সাংবাদিক মিন্টু দেশ বুলেটিন ও দেশ সেবা প্রতিনিধি মিলন উপস্থিত ছিলেন।