আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
জামালপুর পল্লী বিদ্যুত সমিতি কর্তৃক আয়োজিত জি এম কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ জামালপুর জেলার ১৮টি দলের সমন্বয়ে টুর্নামেন্ট ঐতিহাসিক ১১নং সেক্টর ধনুয়া কামালপুর মিনি স্টেডিয়ামে করা হয়। রৌমারী সরকারি সিজি জামান উচ্চ বিদ্যালয় মাঠ ১ ডিসেম্বর বিকাল তিনটার সময় রৌমারী জোনাল অফিস জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজন করেন । খেলায় ২টি দল অংশগ্রহণ করেন , রৌমারী জনাল অফিস বনাম নামাজের চর ও সানন্দবাড়ী সাব জোনাল অফিস।
খেলার সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন মেজবাহ উল হক সভাপতি জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, নাহিদ হাসান খাঁন উপজেলা নির্বাহী অফিসার রৌমারী কুড়িগ্রাম,
জয়প্রকাশ নন্দী ডিজিএম বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ও টুর্নামেন্টের আহবায়ক, মেহেদি মাসুদ রৌমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।,মিসেস জয়প্রকাশ নন্দী ও মিসেস মেহেদী মাসুদ।
বেশ উৎসবমুখর পরিবেশে হাজার হাজার দর্শকের মাঝে খেলাটি শুরু হয় দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মধ্যে দিয়ে রৌমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ১-০ গোলে বিজয় লাভ করেন। পক্ষান্তরে নামাজের পর ও সানন্দবাড়ী সাব জোনাল অফিস পরাজিত হয়। দু টি দল বেশ আনন্দ ময় খেলা উপহার দেন। পরে খেলা শেষে বিজয়ী দলের হাতে একটা গোল্ড কাপ তুলে দিয়ে খেলার সমাপ্তি দেওয়া হয়।