দেবাশিষ কুমার দাস উপজেলা প্রতিনিধি পত্নীতলা (নওগাঁ)
জিয়াউর রহমানের সৈনিক এরা জান দেবে কিন্তু মান দেবে না নির্বাচনী জনসভায় মন্তব্য করেন এমপি প্রার্থী শামসুজ্জোহা খান।
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০ জানুয়ারি বিকেল ৪টায় উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের হরিতকীডাঙ্গা ফুটবল মাঠে ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কিবর এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোঃ শামসুজ্জোহা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি কে এম নায়েক আলী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী শামসুজ্জোহা খান বলেন বিএনপি সরকার গঠন করলে আমরা মায়েদের হাতে একটি ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সরকার থেকে কিছু সহযোগিতা দেয়া হবে। এবং কৃষক ভাইদের জন্য একটা করে কৃষি কার্ড দেওয়া হবে, কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের কাছে পৌঁছে দেয়া হবে। পরে পর্যায়ক্রমে বড় কৃষকরাও এই সুবিধার আওতায় আসবেন। আমাদের এলাকায় বেকার সমস্যা রয়েছে। বিএনপি বেকারদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। শুধু প্রশিক্ষণ নয়, তারা যে দেশে যেতে চায়, সে সুযোগও সৃষ্টি করা হবে।

