মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে একরাতে একইস্থানে ২ টি বাস ও ৭ টি ট্রাক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মসজিদে জেলা প্রশাসক মো. শাকিল আহমেদের পক্ষে থেকে ঘোষিত অনুদানের অর্থ এক লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মানবিক জেলা প্রশাসক শাকিল আহমেদ দিনাজপুর জেলা বাসীর যেখানে সমস্যা তথ্য জানতে পারলে রোদ, ঝড়-বৃষ্টি বাঁধা ভেদ করে জনগণের সেবাই ছুটে চলে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, শাকিল আহমেদ স্যার একজন মানবিক দয়ালু।
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার নিজ অফিস রুমে মানবিক জেলা প্রশাসক মো. শাকিল আহমেদের পক্ষে চেক বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল চেকটি ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক রকুনুজ্জামানের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রুবেল, ফুলবাড়ী রিপোর্টাস ইউনিটির তথ্য প্রচার সম্পাদক ও এন্ট্রি ক্রাইম হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি মো. মোরসালিন ইসলাম প্রমুখ।
এ বছরের ১ লা জুলাই ভোর রাতে বৃষ্টির কারণে একই স্থানে ৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই রাতে রাস্তা পার হতে গিয়ে ১ মহিলা নিহত হন। অনেকে আহত হন সড়ক দুর্ঘটনায় বিষয়টি জানতে পেরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিলটন , ফুলবাড়ী থানার ওসি ঘটনাস্থলে ছুটে চলে এলাকার লোকজন মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কে অবরোধ করে । বিষয়টি জানতে পেরে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দেবাশীষ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে । জেলা প্রশাসকের মো. শাকিল আহমেদের পক্ষে থেকে ক্ষতিগ্রস্ত মসজিদটিতে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিলটনের পক্ষে থেকে ক্ষতিগ্রস্ত মসজিদের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা দেন। জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অর্থের চেক তুলে দেয়া হয়।