মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি
উচ্ছ্বাস আর আনন্দঘন পরিবেশে জেলা প্রেসক্লাব মানিকগঞ্জের বার্ষিক নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে সাংবাদিকরা আরিচা নৌঘাট হয়ে যমুনার বিশাল জলরাশিতে দিনব্যাপী এই ভ্রমণে অংশ নেন।
যমুনার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গান, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও নানা বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে সাংবাদিকদের এই মিলনমেলা। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
এ সময় জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, “সাংবাদিকতা দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং একটি ক্ষেত্র। তবে মাঝে মাঝে এ ধরনের আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয় এবং পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করে।”
সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে নৌভ্রমণের আয়োজন করা হবে।
দিনব্যাপী এ আয়োজনে জেলা প্রেসক্লাবের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু প্রতিনিধি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সাংবাদিক ছাব্বির, শামিম আল মামুন, তজুমুদ্দিন, মুরাদ খান, দেওয়ান আবুল বাশার, মাহমুদউল্লাহ, আঃ আজিজ, জহিরুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
যমুনার ঢেউ খেলানো নদীপথে ছন্দ মিলিয়ে ভেসে চলা এই নৌভ্রমণ সাংবাদিকদের জন্য হয়ে ওঠে আনন্দ, ভ্রাতৃত্ব আর স্মৃতিতে ভরপুর এক দিন।