মতিউর রহমান,সরিষাবাড়ীঃ
জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ এম মহব্বত কবির জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুরষ্কার গ্রহণ করেছেন বলে জানা যায়। ২৪ সেপ্টপম্বর জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত গত জুলাই মাসের অপরাধ পর্যালেচনা সভায় এম মহব্বত কবিরকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ক্রেষ্ট ও সনদ দিয়ে পুরষ্কৃত করা হয়।
জানা যায়,এম মহব্বত কবির সরিষাবাড়ী থানায় যোগদানের পর থেকেই তাঁর মেধা শ্রম কৌশল প্রজ্ঞা আর বিচক্ষনতা দিয়ে আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখার সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত রেখেছেন। জটিল ও জরুরী বিষয়গুলোও তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের সাথে সমন্বয়-পরামর্শক্রমে সুকৌশলে সুষ্ঠু সমাধান করে এলাকার শান্তি ফিরিয়ে আনতে নিরলস চেষ্ঠায় ঘাটতি নেই তাঁর। সদালাপী মিশুক বিনয়ী আর পরিশ্রমি পুলিশ অফিসার মহব্বত কবির ইতি পূর্বেও সরিষাবাড়ী গুরুত্বপূর্ণ এ থানায় উপ-পুলিশ পরিদর্শক (এসআাই) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরিষাবাড়ীর সাধারণ জনগণ ও সকলের মাঝে তিনি সকলের মহব্বতের মানুষ মহব্বত ভাই হিসেবেই স্থান করে নিয়েছেন।সরিষাবাড়ীর জনপদের শান্তি প্রিয় মানুষ আশা করেন আগামী দিনগুলোতে আইন শৃংখলার আরও উন্নতি ঘটবে এবং মাদক সন্তাস নির্মূলসহ সকল প্রকার অপরাধ দমন করে সকলের সহঢ়োগীতায় তাঁর প্রচেষ্টায় সরিষাবাড়ী হবে একটি মডেল ও শান্তি প্রিয় থানা। ২৪ সেপ্টেম্বর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সুযোগ্য পুলিশ সুপারের নিকট থেকে পুরষ্কার গ্রহণের পর তাঁর ব্যক্তিগত ফেস বুক পেইজে তিনি লেখেন-
“আলহামদুলিল্লাহ
অদ্যই ইং- ২৪/০৯/২০২৩ তারিখ জুলাই/২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা,
মান্যবর পুলিশ সুপার সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সুপ্রিয় সহকর্মী, আমার পরিবারের সদস্য এবং সর্বস্তরের সরিষাবাড়ীর শান্তিপ্রিয় জনগণ, সকল শুভাকাঙ্ক্ষী যারা আমার সকল অন্তহীন অনুপ্রেরণার উৎস। নিরাপদ ও শান্তির জনপদ হিসাবে সরিষাবাড়ীকে গড়ে তুলতে আপনাকে পাশে চাই।”
দেশের প্রতিটি থানায় এম মহব্বত কবিরের মতো যোগ্য পুলিশ অফিসারের সৃষ্টি হয়ে দেশ জনপদ ও শান্তি প্রিয় মানুষের জান মালের হেফাজত হোক এ প্রত্যাশাই সকলের।