ঢাকাThursday , 10 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

জোড়গাছা ডিগ্রি কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দেশ চ্যানেল
August 10, 2023 5:55 pm
Link Copied!

এম এ হাই, সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :

পাবনার সাঁথিয়ায় জোড়গাছা ডিগ্রি কলেজের এইচ,এস,সি ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের সাংস্কৃতিক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মিজানুর রহমানের পরিচালনায় এবং সহকারী অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিত্বে বিদায়নুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক রাশেদ সালাহউদ্দিন। আরো বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস, মাবন সম্পদ ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক এম এ হাই, রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, জ্যোষ্ঠ প্রভাষক মোত্তালিব হোসেন প্রমুখ।

বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মরিয়ম নাছিম সোনিয়া,জান্নাতুল প্রমুখ।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যোষ্ঠ প্রভাষক আবুল বাশার।
বক্তারা বলেন, আজকের এই তোমরাই আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST