মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
মা ইলিশ সংরক্ষণ অভিযানে ঝালকাঠি বিষখালী নদী থেকে ৮০০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪ কেজি মা ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের কোস্ট গার্ড টিম, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের যৌথ অভিযান চালিয়ে এসব জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ এবং অবৈধ কারেন্ট জাল সুগন্ধা নদীর কিনারায় পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত জালের মূল্য প্রায় ১৬০০০০ টাকা।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশালের কোস্ট গার্ডের একটি টিম আমাদের সাথে অভিযান চালিয়েছে। অভিযানের সময় জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায় তাই তাদের আটক করা সম্ভব হয় না। ২৪ ঘন্টা আমাদের অভিযান অব্যাহত থাকবে।