মো:সাদ্দাম হোসেন (ইকবাল) ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছা বাজারের ছালাম ফার্মেসীর সামনে থেকে একটি ব্যাটারী চালিত মোটরভ্যান চুরি হয়েছে। ভ্যানটির মালিক মোঃ শহিদুল ইসলাম (৫৫), কোতোয়ালি থানার ছোট মেঘলা গ্রামের মৃত সৈয়দ বিশ্বাস এর ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ভ্যানের মালিক শহিদুল ইসলাম তার নিজস্ব ভ্যানটি ঝিকরগাছা বাজারের ছালাম ফার্মেসীর সামনে তালা দিয়ে বাজার করতে যান। আনুমানিক আধাঘন্টা পরে ফিরে এসে দেখতে পান কে বা কারা তার ব্যাটারী চালিত ভ্যানটির তালা ভেঙে চুরি করে নিয়ে গিয়েছে। শহিদুল ইসলাম বলেন, তিনি এনজিও থেকে লোন নিয়ে তিন মাস আগে ৫০ হাজার টাকা দিয়ে ভ্যানটি কিনেছেন। লোনের ৪৬টা কিস্তির মধ্যে মাত্র ১৩টা কিস্তি পরিশোধ করা হয়েছে। এরই মধ্যে ভ্যানটি চুরি হয়ে গেলো। ৫ জনের সংসার
এবং লোনের কিস্তি কিভাবে পরিশোধ করবেন এই চিন্তায় তিনি বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন। উল্লেখ্য ঝিকরগাছা বাজারে ইদানীং চুরি, ছিনতাই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দিনদুপুরে মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক সহ বিভিন্ন জিনিস চুরি হওয়ায় জনমনে আতংক বিরাজ করছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, ভ্যান চুরির একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।