মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছার পারবাজার এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপচালক রুহুল কুদ্দুস (৪৭) ঝিকরগাছা থানার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি মিনি পিকআপ (রেজিঃ যশোর-ন ১১-০৩৯৮) বেনাপোল থেকে যশোরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব ১২-৩৬৯৩) নির্ধারিত লেন ছেড়ে বিপরীতমুখী হলে দু’যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক রুহুল কুদ্দুস নিহত হন।
দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেল্পার বাসটি ফেলে পালিয়ে যায়। এলাকায় বাসী ঝিকরগাছা ফায়ার সার্ভিস কর্মীদের কে খবর দেন, তিনারা এসে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে নাভারণ হাইওয়ে থানা পুলিশ মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ দুইটিই জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
স্থানীয় বাসিন্দারা সহ উপস্থিত জনতা বাস ড্রাইভারকে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায় করছে।