যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার গুননগর গ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুরিয়া পূর্বপাড়ার দুলাল মিয়ার একমাত্র ছেলে। তার ঘরে রয়েছে মাত্র ৮ মাস বয়সী একটি কন্যাসন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়হান গুননগর গ্রামের হবির বাড়িতে গ্রেট ভিম ঢালাইয়ের কাজ করছিলেন। কাজের সময় ব্যবহৃত ভাইব্রেশন মেশিনটির ভেতরে পানি ঢুকে যায়। হঠাৎ মেশিনে শর্টসার্কিট হয়ে গেলে রায়হান বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান।
রায়হানকে পড়ে যেতে দেখে বাড়ির মালিক তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সাথের অপর এক শ্রমিক দ্রুত মেইন লাইনের সুইচ বন্ধ করলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বন্ধ হয়। এরপর দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিক সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন বলে জানা গেছে।
এ ঘটনার পর রায়হানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবা-মায়ের একমাত্র ছেলে, সদ্যবিবাহিত যুবক এবং ৮ মাসের শিশুকন্যার জনক রায়হানের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণস্থলে নিরাপত্তার ঘাটতি ছিল। তারা বলেন, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সচেতনতা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকলে হয়তো এ দুর্ঘটনা এড়ানো যেত।
এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি তদন্ত করে দেখা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”