ঢাকাTuesday , 9 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ঝিনাইদহ ২ আসনের নবনির্বাচিত এমপি মহুলের সাংবাদিকদের সাথে মতবিনিময়

    দেশ চ্যানেল
    January 9, 2024 4:31 pm
    Link Copied!

    জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য (স্বতন্ত্র) শাহরিয়ার জাহেদী মহুলের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৯ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে ঝিনাইদহ শহরে মুসা মিয়া আইসিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় শাহরিয়ার জাহেদী মহুল বলেন, সংসদীয় এলাকায় সকলের সহযোগিতায় উন্নয়নমূলক জনপথ গড়ে তুলতে চাই। নির্বাচন পরবর্তী যদি কোনো সহিংসতা হয়ে থাকে তাহলে তা অত্যন্ত দুঃখজনক। তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান । সেই সাথে যদি কেউ কোন ধরনের সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন।

    তিনি বলেন, আমি সবার সাথে আলোচনায় বসতে চাই। কারো কোনো অভিযোগ থাকলে আমি তাদের কথা শুনতে চাই। আমি জনগণের এমপি। সবাই আমার লোক। কারো কোনো ক্ষতি হোক আমি তা চাই না।

    তিনি আরো বলেন, নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা বরদাশত করা হবে না। তবে আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি, কোন একটা এলাকায় পূর্বের ব্যক্তিগত ঝামেলা এখন সহিংসতায় রূপ নিচ্ছে। প্রশাসনকে বলবো, দোষী আমার লোক হোক আর বিরোধী পক্ষের হোক তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। আমি শান্তি ও শৃঙ্খলা চাই। তবেই এলাকার উন্নয়ন মূলক কাজ করতে পারবো। শান্তি শৃঙ্খলা না থাকলে কোন ভাবেই উন্নয়ন করা সম্ভব হবে না। উন্নয়ন মুলক কাজ করার জন্য সকলকে আহবান জানান।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ারদার, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর মেয়র কায়ূম শাহরিয়ার জাহেদী হিজলসহ অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST