জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের অভিযানে (১০) দশ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ০১জনকে গ্রেফতার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা কামাল ওরফে বাবু মিয়া,(২৪), পিতা-মৃত আলাউদ্দিন মোল্ল্যা, সাং- পূর্বচরপাড়াতলা(০৯ নং লোহাঝুড়ি ইউনিয়ন), থানা-কোটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ।
জানা যায়, ঝিনাইদহ থানা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা কালে ঝিনাইদহ সদর থানাধীন কালা এলাকাস্থ BOND ইট ভাটার সামনে ঝিনাইদহ টু মাগুরাগামী হাইওয়ে রাস্তার উত্তর পার্শ্ব হতে RINKY পরিবহন (যাহার নম্বর ঢাকা মেট্রো-ব ১৪-৫৬৭০) হতে সকাল ০৭:৫০ ঘটিকায় উক্ত স্থান হতে ১০ (দশ) বোতল ফেন্সিডিল সহ এই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত ফেনসিডিল এর মূল্য অনুমান- ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীকে তল্লাশীকালে তার কাছে থাকা ব্যাগের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকা ১০(দশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হাতে বের করে দেয় ।
আরো জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।
এবিষয়ে ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মো: জুয়েল ইসলাম জানান আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।