জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে মাদকদ্রব্য উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য নিয়মিত পুলিশী অভিযান ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করেছে জেলা ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০১ (এক) কেজি অবৈধ মাদক গাঁজা সহ আসামি মোঃ শিপন মন্ডল (৪৩)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বড়োলিয়া গ্রামের জিন্নাতুল্লা মন্ডলের ছেলে।
সোমবার (১৮ই মার্চ) সোমবার শৈলকুপা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন বড়লিয়া গ্রামের মোঃ মোয়াজ্জেম শেখ এর বাসার পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত স্থান হতে ০১ (এক) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ এই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ৬০,০০০/- (ঘাট হাজার) টাকা।
উপস্থিত স্বাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামী’কে তল্লাশীকালে তার কাছে বিশেষ ভাবে রক্ষিত থাকা ০১ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিজ হাতে বের করে দেয়। আসামী দীর্ঘদিন যাবৎ শৈলকুপা থানা এলাকায় অবৈধ মাদক দ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান।