মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা অফিস কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ঝিনাইদহ জেলা সভাপতি হারুন আর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – যশোর-কুষ্টিয়া অঞ্চল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিচালক মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিনাইদহ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা আমীর এবং ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর। আরও উপস্থিত ছিলেন –
যশোর-কুষ্টিয়া অঞ্চল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহকারী-পরিচালক অধ্যাপক মশিয়ার রহমান। জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড.মনোয়ার হোসেন প্রমুখ।
উক্ত কাউন্সিলে – যশোর-কুষ্টিয়া অঞ্চল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিচালক আক্তারুজ্জামান তিনি দুই বছরের জন্য হারুন আর রশিদ কে সভাপতি এবং মাওলানা মোহাম্মদ ফারুক হোসেনকে সেক্রেটারিসহ মোট ৩৫ সদস্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।