আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ
জেলা পুলিশ টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইন্স মাঠে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগীতা খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল প্রতিযোগীতা খেলায় অংশ গ্রহণ করেন লাল দল বনাম সবুজ দল। উক্ত খেলায় সবুজ দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে লাল দল চ্যাম্পিয়ন হয়। প্রীতি ফুটবল প্রতিযোগীতা খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে একজন ব্যক্তির ব্যাপক শারীরিক চর্চা হয়, শরীর সুস্থ ও রোগব্যাধি মুক্ত থাকে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ, বন্ধুত্ব ও ঐক্যজ তৈরি হয় এবং খেলাধুলা মানুষকে ব্যাপক আত্মবিশ্বাসী, সাহসী, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ এবং সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।