ঢাকাSunday , 17 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
December 17, 2023 3:07 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

জেলা পুলিশ টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইন্স মাঠে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগীতা খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল প্রতিযোগীতা খেলায় অংশ গ্রহণ করেন লাল দল বনাম সবুজ দল। উক্ত খেলায় সবুজ দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে লাল দল চ্যাম্পিয়ন হয়। প্রীতি ফুটবল প্রতিযোগীতা খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে একজন ব্যক্তির ব্যাপক শারীরিক চর্চা হয়, শরীর সুস্থ ও রোগব্যাধি মুক্ত থাকে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ, বন্ধুত্ব ও ঐক্যজ তৈরি হয় এবং খেলাধুলা মানুষকে ব্যাপক আত্মবিশ্বাসী, সাহসী, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ এবং সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST