ঢাকাSaturday , 19 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • টাঙ্গাইলে একতা টাওয়ারের নির্মাণ শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

    দেশ চ্যানেল
    October 19, 2024 3:27 pm
    Link Copied!

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

    টাঙ্গাইল শহরে নির্মাণাধীন একতা টাওয়ারের শ্রমিকদের উপর হামলা-মারপিট,ভাঙচুর ও চাঁদা দাবির প্রতিবাদে ভবন মালিকরা মানববন্ধন করেছে। ১৯ অক্টোবর শনিবার দুপুরে শহরের ময়মনসিংহ রোড সাবালিয়া এলাকায় অবস্থিত একতা টাওয়ারের সামনে টাওয়ারের শেয়ার হোল্ডার,নির্মাণ শ্রমিক ও সচেতন নাগরিকের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

    এর আগে এঘটনায় ১০/১২ জনকে আসামী করে একতা টাওয়ারের পরিচালক টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দ্বায়ের করেন।

    মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, একতা টাওয়ারের সভাপতি মঞ্জুরুল হাসান,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। তারা বলেন,আমরা টাঙ্গাইল অঞ্চলের ৯৭ জন বিভিন্ন পেশার কর্মজীবী একত্রে ময়ময়নসিংহ রোড সাবালিয়া এলাকায় একতা টাওয়ার নামের একটি বহুতল ভবন নির্মাণ করিতেছি। সম্প্রীতি স্থানীয় ১০/১২ জন লোক এসে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিয়া কাজ করলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। দাবিকৃত টাকা না দেওয়ায় গত ১৬ তারিখ সন্ধ্যায় ওই লোকজন এসে ভবনের নির্মাধীন শ্রমিকদের মারপিটসহ ভাংচুর করে। পরে টাওয়ারের পরিচালক রফিকুল ইসলাম বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন। আমরা ওই চাঁদাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমুল শাস্তির দাবি জানাচ্ছি।

    তারা আরও বলেন, অবিলম্বে ওই ব্যক্তিদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করলে পরবর্তীতে আরো বড় আকারে কর্মসুচির ঘোষনা দেন তারা।

    এসময়,একতা টাওয়ারের সদস্য আলমগীর হোসেন,হাফিজুর রহমান শাহীন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,মাহমুদুর রহমান মাসুদসহ শতাধিক শ্রমিক ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST