আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে প্লাস্টিক, পলিথিন বর্জন ও পরিবেশ বান্ধব বিকল্প সামগ্রী ব্যবহারে উদ্বুদ্ধকরন শীর্ষক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’র আয়োজনে টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ২৯ আগস্ট মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী। সভাপতিত্ব করেন টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী। অতিথি হিসেবে ভিডিও চিত্রের মাধ্যমে বিষয়ভিত্তিক আলোচনা করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মোঃ জমির উদ্দিন। পরিবেশ বিষয়ে সংবাদ ভিত্তিক আলোচনা করেন মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। অনুষ্ঠান উপস্থাপনা করেন ও উক্ত কর্মসূচির উদ্দেশ্য ব্যক্ত করেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী (টাঙ্গাইল) গৌতম চন্দ্র চন্দ। এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য “পলিথিন বর্জন করি, পরিবেশ রক্ষা করি”।
প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী বলেন, প্লাস্টিক একটি অপচনশীল বস্তু। আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যবহার রয়েছে, এই প্লাস্টিকের ব্যবহার রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, নিজ নিজ উদ্যোগে প্লাস্টিক বর্জন করতে হবে। এই প্লাস্টিকের কারণে মাটি, বায়ু এবং পানি নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমাদের উচিত কাচের জগ, কাচের গ্লাস, কাপড়ের ব্যাগ ব্যবহার করা। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ বিষয়ে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।