ঢাকাWednesday , 21 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • টানা বৃষ্টিতে পানি জমে অচল নারায়ণগঞ্জ শহর।

    দেশ চ্যানেল
    August 21, 2024 8:56 am
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

    রাতের টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে,অচল হয়ে গেছে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা।শহরের গলাচিপা,জামতলা,আমলাপাড়া,চাষাঢ়া, মাসদাইর,কলেজরোডসহ বঙ্গবন্ধু সড়কের বেশিরভাগই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে করে দুর্ভোগে পরেছে শহরে থাকা সাধারণ মানুষ।বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়-পানিতে তলিয়ে আছে বিভিন্ন এলাকার অলিগলি ও চলাচলের রাস্তাঘাট।এতে করে যান চলাচলে তীব্র সমস্যার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অফিসগামী মানুষ থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে চরম বিপাকে।কোন কোন সড়কে কয়েক মিনিটের রাস্তা পেরোতে সময় লাগছে ১৫-২৫ মিনিট।অফিসগামী লোকজন ময়লা দুর্গন্ধযুক্ত পানি দিয়েই যাচ্ছে নিজ নিজ কর্মস্থলে।জামতলা এলাকার লোকজন বলেন সামান্য বৃষ্টি হলেই জামতলা এলাকাটি চলাচল অনুপযোগী হয়ে যায়।এলাকাবাসী বৃষ্টির পানির জলাবদ্ধতার কারণে মারাত্মক অসুবিধায় রয়েছেন বলে জানায়।টানা বৃষ্টি হলে কাজে যাওয়াতো দুরের কথা,বাসা থেকে বের হওয়া যায় না।শহর ঘুরে আরো দেখা যায়-থ্রী-হুইলারযান পানিতে ডুবে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে,আবার কোথাও দেখা যায় রাস্তায় বিকল হয়ে পড়ে আছে কিছু মোটর চালিত থ্রি হুইলার গাড়িগুলো।টানা বৃষ্টির কারনে যাত্রীর সংখ্যাও কমে গেছে।নগরীর চাষাড়ায় রিকশার জন্য অপেক্ষমান এক অফিস যাত্রী বলেন-টানা বৃষ্টিতে রাস্তায় ড্রেনেজ বন্ধ হয়ে রাস্তায় পানি জমার কারনে রিকশা ভাড়াও দ্বিগুনা হাকাচ্ছে।এই অবস্থার মধ্যে আমরা অনেকটাই জিম্মি।এই অবস্থার একটি স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন নগরবাসী।১৩নং ওয়ার্ডের মাসদাইর এলাকার রাস্তাগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।মাসদাইর এলাকার লোকজন অনেক বেশি অসুবিধায় রয়েছে,কেউ অসুস্থ হলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াই দুষ্কর হয়ে যায়।নগরবাসীর আকুল আবেদন নারায়ণগঞ্জ শহর টানা বৃষ্টির কারণে যাহাতে মহল্লা ও রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি না হয়,সেদিকে লক্ষ্য রেখে সরকার যেন একটি স্থায়ী সমাধান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST