ঢাকাFriday , 28 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ কিশোর-তরুণ।

দেশ চ্যানেল
March 28, 2025 10:53 am
Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিশেষ পুরস্কার পেল ২১ জন কিশোর-তরুণ।

শহরের ৬ নং ওয়ার্ডের কলেজ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি কিশোর ও তরুণদের নামাজে উৎসাহ  জোগাতে এ বিশেষ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করেন।

শুক্রবার (২৭ মার্চ ) তারাবির নামাজের পর ২১জন কিশোরদের মাঝে পাঞ্জাবি,জায়নামাজ, আতর,টুপি ও ইসলামিক বই বিতরণ করা হয়।

জানা গেছে, কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সা’দ রহমান ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলেজপাড়া জামে মসজিদ এর  ইমাম হাফেজ মাওলানা মুফতি সা’দ রহমান জানান, গত ১৪ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য  অত্র মহল্লার ৩০ জন কিশোর ও  যুবক নাম লেখায়। পুরস্কারের জন্য ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয়ে মোট ২১ জন কিশোর ও  যুবক  পুরস্কারপ্রাপ্ত হয়।

মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক পরশ তালুকদার জানান, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি  আগ্রহী হবে। তাদের দেথে অন্যরাও নামাজে আসবে। তিনি বলেন, তরুণ  যুবকরা অসৎপথ ছেড়ে নামাজের দিকে ধাবিত হবে। এটা ভালো দিক।  এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোষাধক্ষ্য নাসির উদ্দিন টিটু সহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST