নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২০২১ সালের আগস্ট মাসের ১৮ তারিখে ইরাক প্রবাসী মনির খান কে সভাপতি , মালদ্বীপ প্রবাসী রুবেল খান কে সাধারণ সম্পাদক ও সামিরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।প্রবাসীদের সুরক্ষা ও মানবতার সেবায় মূল লক্ষ্য এই স্লোগান কে সামনে রেখে পথ চলা শুরু করে । পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটিতে মালয়েশিয়া প্রবাসী শাহ-আলম সরকার কে সভাপতি ও মালয়েশিয়া প্রবাসী মহিদুর আহমেদ কে সাধারণ সম্পাদক করে ১৮৩ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের মধ্য দিয়ে আবারো ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কার্যক্রম শুরু হয়।
এরপর থেকে ঠাকুরগাঁও জেলা সহ বিভিন্ন উপজেলার অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা, ঈদের সময় গরীব মানুষের হাতে সেমাই চিনি কাপড় পৌঁছে দেওয়া, মসজিদ ও মন্দির নির্মাণে জন্য আথিক করা সহ বিভিন্ন ভাবে মানুষ কে সহযোগিতা করাই ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের মূল উদ্দেশ্য। ২০২১ সাল থেকে শুরু করে ১১০০ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আনুমানিক ১৮ লাখ টাকা বিতরণ করা হয়।
প্রবাসীদের নিয়ে ভার্চুয়ালে যুক্ত হয়ে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের বর্তমান সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভার্চুয়ালে যুক্ত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল হোসেন,
কার্যকরী উপদেষ্টা আনারুল ইসলাম,সাধারণ উপদেষ্টা আব্দুল মজিদ, কেন্দ্রীয় সভাপতি
আব্দুল হালিম সাগর সহ অত্র সংগঠনের সদস্যরা অংশ নেয়।
এ সময় প্রধান উপদেষ্টা কামাল বলেন ,ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন।