নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. এ. করিম, হরিপুর থানার এস আই রাজু,হরিপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, আমগাঁও ইউপি চেয়ারম্যান হবিবর রহমান,হরিপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ সাংবাদিক বৃন্দ ।