নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প।
তিনি মোটরসাইকেল প্রতীকে ৩২হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল (কাপ পিরিচ) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬৯৯ ভোট।