নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিদ নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এলাকায় এ ঘটনা ঘটেছে ।নিহতরা হলো- খঞ্জনা গ্রামের ইব্রাহিমের কন্যা ইয়াসমিন (১০) ও দিনাজপুর সদর উপজেলার ইউসুফ আলীর কন্যা তসলিমা খাতুন (৮)। তসলিমা গতকাল শনিবার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এলাকা দিয়ে বয়ে যাওয়া কুলিক নদীতে গোসলে করতে নেমে পানিতে তলিয়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                