নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার সকাল ১০টায় হরিপুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুুল
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।
পরে হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুুল।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস মোতাহারা পারভীন সুমি,কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান, মোসলেম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার সোলেমান আলী, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান, হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সুজা,হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                