ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৫ নং হরিপুর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আকতার জামিল।
জানাযায়, শনিবার (২৩ আগস্ট) উপজেলা দলীয় কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গৃহীত হয় যে,৫ নং হরিপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ সোহেল রানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার এবং সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সাজু দীর্ঘদিন প্রবাসে থাকায় কমিটির সাংগঠনিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হওয়ায় ৫ নং হরিপুর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বেচ্ছাসেবক দল হরিপুর ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন হরিপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।