মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহন করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার কাজী বাকাই ও নবগ্রাম ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।
এসময় মেশিন ও পাইপ নষ্ট করে দেয়া হয়।
নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট করেন, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।