মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে এক গৃহবধুকে জোর করে ধর্ষনের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। বাঁধা দেয়ায় উল্টো লম্পট গোপাল মল্লিক লোকজন নিয়ে পিটিয়ে আহত করেন গৃহবধূর স্বামী ও ছেলে’কে। রাতেই ডাসার থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূর স্বামী।
গতকাল রাতে এঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের মৃত কানছিরাম মল্লিক এর লম্পট ছেলে গোপাল মল্লিক(৪০) সে দীর্ঘ কয়েক বছর ধরে ব্লাকমেল করে শারীরিক সম্পর্ক করে আসছেন। জানাজানি হলে আত্মহত্যার চেষ্টাও করেন ওই গৃহবধূ। স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার এর ন্যায় বিচার দাবি ভুক্তভোগী পরিবার। পরর্বতীতে আর কিছুই হবে না বলে, উপস্থিত এলাকাবাসীর সম্মুখে ভুল স্বীকার করে এবং ক্ষমা চেয়ে স্ট্যামে লিখিত দেন গোপাল মল্লিক। কিছুদিন যেতে না যেতে গতকাল শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরে পিছনে গেলে,পিছন থেকে জাপ্টে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে ছেলে তার মায়ের ইজ্জত বাচাতে গেলে লম্পট গোপাল মল্লিক উল্টো মারধর করে গৃহবধূর স্বামী ও ছেলেকে।
স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, গোপাল মল্লিক গোপনে আমার গোসল খানা ও বাথরুমে দৃশ্য মোবাইলে ভিডিও করে। এরপর সেগুলো আমাকে দেখিয়ে ভয়-ভীতি দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক করে। আমি লোকলজ্জায় বিষ পান করিলে, চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করে তোলে। চেয়ারম্যান মাধ্যমে ক্ষমা চায়,এবং ভবিষ্যতে ওকে ডিস্টার্ব করবোনা বলে স্ট্যাম্পে লিখিত দেয়।
গতকাল রাতে বাইরে গেলে পিছন থেকে জাপ্টে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করে। আমি চিৎকার দিলে, আমার ছেলে বাধা দিলে ওকে মারধর করে, আমার স্বামী আসলে তাঁকেও মারধর করে। মামলা করেছি,ন্যায় বিচারের আসায়।
এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর স্বামী বাদি হয়ে ডাসার থানা অভিযোগ দায়ের করেন।