ঢাকাSaturday , 1 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে চা বিক্রেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার।

দেশ চ্যানেল
February 1, 2025 7:57 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় মো. আজিজ হাওলাদার(৫০) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত- আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, মো. আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করেন। প্রতিদিনের ন্যায় শক্রবারও বিকেলে চায়ের দোকান খুলেন এবং রাত ১০ পর্যন্ত চা বিক্রি করেন দোকানে। দোকান বন্ধ করে রাতে আর বাড়ী ফিরে আসেন নি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ী থেকে বের হয়ে বাড়ির পাশে ১০৭ নং ধামুসা সঃ প্রাঃ বিদ্যালয়ের সামনে পায়ে চলা রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান।এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন।পরে পুলিশ খবর পেয়ে লাশ মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্বজনরা ও স্থানীয় এলাকাবাসীরা জানান মো. আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি সুদের টাকার লেনদেন করতেন। সুদের পাওনা টাকার জন্যই হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, খবর পেয়ে তার লাশ উদ্ধারের পর সুরথাহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যারা জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST