ঢাকাTuesday , 25 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ডাসারে মানবপাচার মামলার দুই আসামি আটক।

    দেশ চ্যানেল
    February 25, 2025 9:54 am
    Link Copied!

    মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি

    মাদারীপুরের ডাসারে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় ফরহাদ মাতুব্বর(৪৫) ও শুভ মাতুব্বর(৩৮) নামে দুই মানবপাচারকারীকে গ্রেফতার করছে পুলিশ।

    সোমবার রাতে উপজেলার কমলাপুর বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

    ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, ফরহাদ মাতুব্বর ও শুভ মাতুব্বর সহ বেশ কয়েকজন দীর্ঘদিন যাবত অবৈধ মানবপাচার করে আসছেন। এসময় মোঃ আল-আমিন(২৫) নামে এক যুবককে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে প্রায় দেড় বছর আগে লিবিয়া পাঠায়। লিবিয়া নিয়ে মাফিয়া চক্রের কাছে বিক্রি করেন মামলার আসামীরা। এরপরে নির্যাতন সহ বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে পরিবারের কাজ থেকে দফায় দফায় ২৮ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় দালালচক্র। পরে পুনরায় আবার টাকা চাইলে ভুক্তভোগী মিনারা বেগম বাদি হয়ে মোহ ফরহাদ মাতুব্বর ও শুভ মাতুব্বর সহ পাঁচ জনকে আসামি করে গত ২৩ ফেব্রুয়ারী ডাসার থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন।

    পুলিশ অভিযান চালিয়ে এ মামলার দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

    এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, মানবপাচার আইনে মামলা হয়েছে। এজাহারে নাম থাকা মোঃ ফরহাদ মাতুব্বর ও শুভ মাতুব্বরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST