তুষার কবিরাজ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
ডুমুরিয়ার কাঁঠালতলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বিল্লাল হোসেন শেখ (৩৬) গুরতর আহত হয়েছেন।
সে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় আনোয়ার হোসেন শেখের ছেলে। গতকাল রবিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজার এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থা উদ্ধার করে আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় লোকজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,বরাতিয়া এলাকার বিল্লাল হোসেন শেখ সন্ধ্যার দিকে কাঁঠালতলা বাজারে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা চুকনগর অভিমুখে যাওয়া খুলনা মেট্রো ল-১৩-৪৫৪৪ নম্বরের বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বিল্লালের সাজোরে ধাক্কা দেয়। এতে প্রচান্ড আঘাতে পথচারী মাথা মুখোমন্ডল ও একটি পাঁ ভেঙ্গে গিয়ে নাক কান দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়ে গুরতর রক্তাক্ত জখম হয়।
এঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল চালক সাহস নয়াকাটি এলাকার নজরুল ইসলাম মাস্টারের ছেলে নাঈম হাসান (২০) আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরিপোর্ট লেখা পর্যন্ত আহত’র অবস্থা আশঙ্কাজনক ছিলো বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে এসআই আব্দুর রহমান জানান, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেয়া হয়েছে।