তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ার রুদাঘরা আন্তঃ ইউনিয়ন চাকুরীজীবি কল্যাণ সমিতির উদ্দোগে এলাকার বিভিন্ন বিদ্যালয় হতে আসন্ন এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহনকারি শিক্ষার্থীদের পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মিকশিমিল বাজারস্হ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাকুরীজীবি কল্যাণ সমিতি ও স্ট্রাস্টের পরিচালক এবং সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক আলম।
সংগঠনের সদস্য কার্তিক চন্দ্র সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন রুদাঘরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামন।
বক্তব্যদেন চাকুরীজীবি কল্যাণ সমিতি ও ট্রাস্টের সভাপতি এস,এম শফিউল আলম, সম্পাদক উত্তম কুমার সাহা,
প্রধান শিক্ষক শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ জামাল সরদার, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, সদস্য উজ্জ্বল কুমার সাহা, ইউনুছ আলী গাজী, ইকবাল হোসেন বিশ্বাস, অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আসন্ন এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহনকারি ৫০ জন মেধাবী শিক্ষার্থীর ফরম ফিলাপ ফি বাবদ প্রত্যেকে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা করা হয়।