মোঃ মনজিরুল ইসলাম ডোমার উপজেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় কাচাঁবাজারে মনিটরিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ আসার সাথে সাথে কমে যায় আলুসহ পিয়াজ ও ডিমের দাম।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে উপজেলা শহরের কাচাঁবাজার ও আড়ৎ বাজারে মনিটরিং করা হয়েছে।
কাচাঁ বাজারের ক্রেতা হৃদয় চন্দ্র (৪৫) বলেন, আমি ডোমার কাচাঁবাজারে আলুর দাম করি। বিক্রেতা আমার কাছে ৪২ টাকা কেজি দাম চায়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারে ঢুকলে বিক্রেতা ৪২টাকার পরিবর্তে আমার কাছে ৩৫টাকা কেজি দরে আলু বিক্রি করে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলু, পেঁয়াজ ও ডিম বেশি দামে বিক্রি হওয়ার অভিযোগে ডোমার বাজারে মনিটরিং করা হয়। তবে মনিটরিংয়ের সময় বেশি দামে বিক্রি করছিল না ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে
তিনি আরো বলেন, ক্রয়-বিক্রয় মূল্যের তালিকা না থাকায় মেসার্স রতন ভান্ডারের আড়ৎদার আব্দুল মালেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।