মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি ঘোষণার পর ঢাকা থেকে সাংগঠনিক সভা শেষে পঞ্চগড়ে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দরা।
আজ মঙ্গলবার ১৮ নভেম্বর সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ফুলের মালা দিয়ে সকলেই অভিনন্দন জানান এবং পঞ্চগড় শহর জুড়ে বিশাল মোটরসাইকেল এর শোডাউন দেয় যুবদলের পক্ষ থেকে।
এ সময় শাহিনুর ইসলাম শাহিন কে সভাপতি ও মোজাহারুল ইসলাম মোজাহার কে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় সদর উপজেলা কমিটি এবং আরিফুল ইসলাম ইরানকে সভাপতি ও রাজু করিমকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছিলো ১৩ নভেম্বর।
১৫ তারিখ ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পঞ্চগড় সদর উপজেলার ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। ২ দিনের সফর শেষে পঞ্চগড়ে পা রাখতেই যুবদলের সদর উপজেলার ১০ ইউনিয়নের ও পৌর যুবদলের ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দের ফুলের ভালোবাসায় সিক্ত হন তারা।

