মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ
যাত্রীবাহী একটি বাসের সাথে লেগুনায় সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলে প্রাণ হারায় লেগুনার ৩ জন যাত্রী।বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঢাকার ডেমরা পাইটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় বাসে থাকা ৩ জন আহত হন।সকালে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।দুর্ঘটনায় নিহতরা হলেন-নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা শামসুন্নাহার,যাত্রাবাড়ী মাতুয়াইল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী উম্মে হাবিবা,ডেমরা কোনাপাড়া শাখার আইএফআইসি ব্যাংকের সহকারি অফিসার আসিফ হোসেন ও লেগুনায় থাকা আবুল হোসেন।এই ঘটনায় আহতরা হলেন-বাস চালক শামীম হোসেন(৩৫),আবুল হোসেন(৩০) ও মাইনুদ্দিন(২৮)।এদের মধ্যে মাইনুদ্দিন ও শামীম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।তবে আবুল হোসেনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি দুপুরে মারা যান।তথ্যটি নিশ্চিত করেছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম।ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার জানায়-নিহত ৩ জনের মধ্যে ব্যাংক কর্মকর্তার মরদেহ সনাক্ত করে তার স্বজনরা।বাকি দুজন এর মধ্যে উম্মে হাবিবার ব্যাগে থাকা মাদ্রাসার বেতন বই দেখে তার নাম পরিচয় জানা যায় এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহত শামসুন্নাহারের পরিচয় সনাক্ত করেন।ডেমরা থানায় দুর্ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।