সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা)
ভোলার তজুমদ্দিনে মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে পাঙ্গাসের পোনা, নৌকা, অবৈধ চাই ও জেলেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত মাছ গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। নৌকা মৎস্য অফিসের হেফাজতে রয়েছে।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদ উল্যাহর দিক নির্দেশনায় ২৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে মেঘনা নদীর সোনার চর সংলগ্ন মেঘনায় মৎস্য অফিস ও কোষ্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ চাই দিয়ে পাঙ্গাসের পোনা শিকার করা অবস্থায় ১৩ জেলে, ৮টি চাই, ২টি নৌকা ও প্রায় ১ হাজার কেজি পাঙ্গাসের ছোট পোনা জব্দ করা হয়। জব্দকৃত ৫টি চাইতে জীবিত পাঙ্গাসের পোনা থাকা তা ধ্বংস করে প্রায় ৮ শত কেজি পোনা নদীতে অবমুক্ত করা হয়। আটককৃতরা হলেন, মোঃ হাসান (১৯), মারুফ (১৯), জিহাদ (১৮), সোহেল (২৯), মোশারফে (২৬), বাচ্চু (২১), বেলাল (২১), সোহেল (২৯), আলমগীর (৩৪), মনু (১৮), মোঃ রুবেল (২৮), শাকিব (১৮) ও মোঃ রুবেল (২৫)। আটক প্রত্যেকের বাড়ি মনপুরা উপজেলার রামনেওয়াজ এলাকায় বলে জানা গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, মেঘনায় অবৈধ চাই এর বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে সোনার চর এলাকায় মৎস্য অফিস ও কোষ্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৮টি চাই, ২টি নৌকা ও ১৩ জেলেকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা প্রস্তুতি চলছে।

