সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধি।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো তজুমদ্দিনেও সপ্তাহব্যাপি পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী।
এর অংশ হিসেবে সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি নিয়ে তজুমদ্দিন উপজেলা পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান সহ অনন্য কর্মকর্তারা। মৎস্য পোনা অবমুক্ত শেষে বেলা ১১ ঘটিকায় তজুমদ্দিন উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম। তজুমদ্দিন উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাইদুল হক মুরাদ। সফল মৎস্য চাষি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসব উদ্দিন।মৎস্য সমিতির সভাপতি রফিক সাদী।মৎস্য দলের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
এসময় তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার সফল মৎস্য চাষীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ ও তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন।