সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (৩ সেপ্টেম্বর ) তজুমদ্দিন উপজেলায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন তজুমদ্দিন উপজেলা বিএনপি। এতে অংশগ্রহণ করেন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ১০ ঘটিকায় বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল এসে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে জড়ো হয়।পরবর্তীতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে থেকে উপজেলা বিএনপির নেতৃত্বে র্যালী নিয়ে তজুমদ্দিন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে র্যালী শেষ হয়। র্যালী শেষে তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।সেখানে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার,তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, চাঁদপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি রবিউল আলম,চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ সিকদার, উত্তর সম্ভুপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি গোলাম সরোয়ার।তজুমদ্দিন যুবদল নেতা হাসান সাফা পিন্টু,গিয়াস হাওলাদার, জাবেদ হোসেন দিপু, স্বেচ্ছাসেবকদল নেতা্ মিজান পাটোয়ারী, আঃগফুর,আল মামুন,সাইদুল হক মুরাদ , তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন হোসেন সহ অনন্য নেতৃবৃন্দ।