সুলাইমান পোদ্দার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলায় মায়ের সাথে গোসল করতে গিয়ে হোসাইন নামের ৫ বৎসরের এক শিশু নিখোঁজ হয়েছে।
২০ মে মঙ্গলবার দুপুর ১:৩০ মিনিটের সময় তজুমদ্দিন উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভাওয়ালের পুকুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তজুমদ্দিন উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে ছুটে এসে পুকুরে অনেক পানি দেখতে পেয়ে তাদের ডুবুরি ইউনিট না থাকায় তারা উদ্ধার কাজে অপারগতা স্বীকার করে বরিশাল থেকে ডুবুরি ইউনিটকে খবর দেন।
সরজমিনে গিয়ে দেখা যায় ফায়ার সার্ভিসের ফাইটারগন দাড়িয়ে থাকলেও এলাকার ৩০/৩৫ জন লোক মিলে জাল টেনে অনেক সময় খোঁজার চেষ্টা করে তারা শেষে ব্যর্থ হন।
এলাকাবাসী সূত্রে জানান ৫ নং ওয়ার্ডের হালিম মাঝির ছোট ছেলে হোসাইন ৫ দুপুর ১:৩০ মিনিটের সময় তার মায়ের সাথে বাড়ির পাশে ভাওয়ালের পুকুর গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায় পরে তিনি চিৎকার দিয়ে খোজাখুজি করতে থাকলে এলাকার লোকজন শুনে চারদিক থেকে জড়ো হতে থাকে। পরে এলাকাবাসী বড় জাল নিয়ে অনেক সময় চেষ্টা করলে পুকুর অনেক বড় ও গভীর থাকায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত চেষ্টা করেও তারা তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
দুপুরের পর থেকে নেমে আসে পুরো এলাকায় শোকের ছায়া। পুকুর পাড়ে জড়ো হতে থাকে হাজারো মানুষ। ডুবুরির অপেক্ষায় পরিবারের সদস্যরা।