ঢাকাSaturday , 19 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালিত।

দেশ চ্যানেল
April 19, 2025 12:23 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরাইলের মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে তজুমদ্দিনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির আয়োজন করেন‘ফিলিস্তিন সংহতি আন্দোলন তজুমদ্দিন উপজেলা । শনিবার (১৯এপ্রিল) সকাল ১০টায় তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে গণজমায়েত কর্মসূচিতে বিভিন্ন পেশা জিবি এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে যোগ দিতে তজুমদ্দিন   সকল ইউনিয়ন,ও আস পাশের এলাকা গুলো থেকে মিছিল নিয়ে যোগ দেয় সাধারণ ধর্মপ্রাণ মানুষ। এ কর্মসূচি সফল করতে গত কয়েকদিন ধরে তজুমদ্দিন উপজেলা বিভিন্ন মসজিদে, সকল ইউনিয়নে প্রচারণা চালিয়েছে তজুমদ্দিনে রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ সংগঠন ফিলিস্তিন সংহতি আন্দোলন তজুমদ্দিন উপজেলা। তাদের ব্যাপক প্রচার-প্রচারণা ও প্রস্তুতিতে শহরের মানুষে ঢল নামে বৃষ্টি উপেক্ষা করে সকল ধর্ম-বর্ণ, দল-মত এবং ভেদাভেদ ভুলে গিয়ে এই সমাবেশে যোগ দিতে তজুমদ্দিনে আসেন। তজুমদ্দিন উপজেলা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যা বৃষ্টির মধ্যে মানুষ সমাবেশে যোগ দিয়েছেন । এ সময় ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে তজুমদ্দিনের রাজপথ। তাদের একটাই শ্লোগান ফিলিস্তন জিন্দাবাদ, ইসরায়ের নিপাত যাক, ইসরায়েলি পণ্য বয়কট-বয়কট ইত্যাদি।ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তজুমদ্দিন উপজেলার আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু  জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আবদুঃ রব,ও সেক্রেটারী মহিউদ্দিন মাষ্টার তজুমদ্দিন উপজেলার জামে মসজিদের প্রেস ইমাম মাওঃ মোঃ নাসরুল্লাহ সাহেব ইসলামি আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার মাওলানা মুফতি জাফর আহমদ সেক্রেটারি মাওলানা শোয়েব আহমেদ ফরিদ।খেলাফত মজলিস তজুমদ্দিন শাখার সভাপতি মাওলানা আবদুল রাজ্জাক তজুমদ্দিন মধ্যবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসলেহ উদ্দিন মার্কাজ মাদ্রাসার শিক্ষক মাওলানা ঈসা প্রমুখ। বক্তারা বলেন ইসরাইল ভারত ও আমেরিকায় মুসলমানদের নির্বিচারে নিপীড়ন হত্যার বিচার দাবি করেন। এবং সাথে সাথে ইসরাইল ভারত ও আমেরিকার সকল পণ্যগুলোকে বর্জনের আহবান জানান। পরিশেষে ফিলিস্তিনে ভারতে মুসলিমদের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST