তজুমদ্দিন প্রতিনিধি গতকাল ভোলার তজুমদ্দিনে জেলা পুলিশ সুপারের নির্দেশ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কামালের বাড়ির সামনে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান বাপ্পির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।এতে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম নজরুল ইসলাম ভুট্ট (৫০), পিতা-মৃত নজির আহম্মেদ, মাতা-মৃত আঞ্জুরা বেগম, ঠিকানা: শশীগঞ্জ, ৫ নং ওয়ার্ড, চাঁদপুর ইউনিয়ন, তজুমদ্দিন। অভিযানে তার কাছ থেকে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভোলা ডিবি পুলিশ জানিয়েছে, আসামীর বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আইনের আওতায় এনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই অভিযান প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, “মাদকবিরোধী অভিযান চলমান প্রক্রিয়া এটা অব্যাহত থাকবে এবং সকল ধরণের অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

