বিপ্লব সাহা খুলনা ব্যুরো:
দেশ জুড়ে তপ্ত দাবদহের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ওষ্টাগত মানুষ একেবারেই দিশেহারা হয়ে পড়েছে ফলে দেশের জেষ্ঠ্য আবহাওয়াবিদরা পুনরায় আজ থেকে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে এবং সম্ভাব্য স্কুল-কলেজের ছুটি আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছে খুলনা আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্তা। তিনি আরো বলেছেন সারা দেশের সাথে খুলনা বিভাগের তাপমাত্রা তুলনা করতে গেলে অধিক যা গত সপ্তাহ জুড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনক্রমে নামছেনা গতকাল থেকে আজ এখন পর্যন্ত বিভাগের চুয়াডাঙ্গা জেলায় ৪২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তবে মাঝেমধ্যে এলোমেলো কিছু বাতাস উপলব্ধি করা গেলেও তাতে বয়ে আসছে অগ্নি আভা আর এতে করে দিনমজুর রিক্সাওয়ালা ও শ্রমিক শ্রেণীর খেটে খাওয়া মানুষদের উঠছে নাভিশ্বাস ফলে কর্ম ব্যাহত হচ্ছে তাদের সংসার চালাতে হচ্ছে কষ্ট। পাশাপাশি প্রাণীকুল একটু শীতল ছায়া প্রশান্তির প্রত্যাশায় দিক-বিদিক ছুটাছুটি করছে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আরো বলেছেন বিভাগ জুড়ে উত্তপ্ত তাপদাহ চলমান সপ্তাহ এমনকি মে মাসের প্রথম নাগাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ফলে সাধারণ মানুষদের গরম জনিত রোগ যেমন হিটস্টোক, পাতলা পায়খানা, জ্বর, আমাশা, শ্বাসকষ্ট, নিমোনিয়া, সর্দি-কাশি গলা ব্যথা নানাবিধ সমস্যা দেখা দিতে পারে আর এ সকল রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঠান্ডা স্থানে থাকাসহ পর্যাপ্ত পানি খাবার স্যালাইন ডাবের পানি পান করার জন্য পরামর্শ দিয়েছেন। এদিকে ভ্যাবসা গরম আর প্রখর খরার দাপটে সাধারণ মানুষ ঘর থেকে একেবারেই বের হতে সাহস পাচ্ছে না ফলে মার্কেট শপিং মল এবং সড়ক সহ বিনোদন কেন্দ্র গুলো একেবারেই জনশূন্য হয়ে পড়েছে সুন্যর কোঠায় নেমেছে ব্যবসায়ীদের বেচাকেনা।