ঢাকাFriday , 8 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • তিন দিনের টানা বৃষ্টিতে নগরকান্দায় পেয়াঁজের ব্যাপক ক্ষতি

    দেশ চ্যানেল
    December 8, 2023 11:09 am
    Link Copied!

    মিজানুর রহমান
    ফরিদপুর জেলা প্রতিনিধি :

    ফরিদপুরের নগরকান্দায় ঘূর্নিঝড় মেগজামের প্রভাবে তিন দিনের টানা বর্ষণে ডুবে গেছে ক্ষেতের ফসল। এতে মৌসুমী পেঁয়াজের বীজতলা সহ ক্ষেত পানিতে ডুবে গেছে, ফলে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া ৭০ শতাংশ পেয়াজ নষ্ট হয়ে যাওয়ার সংকায় রয়েছেন কৃষকরা। এতে করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তাদের।
    নগরকান্দা গ্রামের কৃষক মোঃ আহাদ হোসেন জানান, তিন দিনের টানা বৃষ্টিতে আমাদের ক্ষেতের পেয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। হালি পেয়াজ পচে যাওয়ার ভয়ে কাদার মধ্যেই চারা রোপন করছি। এতে করে আমরা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বো।
    একই এলাকার কৃষক ফরহাদ শেখ জানান, এনজিও থেকে লোন তুলে পেয়াজের চারা রোপন করেছি, তিন দিনের বৃষ্টিতে আমার রোপনকৃত সব চারা ডুবে গেছে, আমি এখন কি করবো। কিভাবে এনজিওর টাকা শোধ করবো ভেবে পাচ্ছি না। সরকার আমাদের পাশে দাড়ালে বেচে থাকতে পারতাম।
    নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন, দুই দিনের টানা বৃষ্টিতে উপজেলার প্রায় সাড়ে তিনশো হেক্টর জমির মুড়িকাটা পেঁয়াজ ও চল্লিশ হেক্টর জমির হালি পেয়াজ বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের জমি থেকে পানি নামিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
    উল্লেখ্য, জেলার নগরকান্দা উপজেলায় এবছর প্রায় ৮ হাজার হেক্টর জমিতে পেয়াজের আবাদের সম্ভাবনা রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST