হাফিজুর রহমান বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে একটি বিদ্যালয়ের নির্মাণ কাজে অনিয়মের খবর সংগ্রহ করতে যাওয়ায় একজন সাংবাদিককে অশালীন ভাষায় গালমন্দ করা ও নানা ধরনের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। অন্যদিকে, মুঠোফোনে হুমকি দেয়ার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং গণমাধ্যমে প্রচার হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম সিদ্দিকুর রহমান। তিনি বাউফল রিপোর্টারস ইউনিটির সভাপতি এবং দৈনিক দেশ রূপান্তর ও এসিয়ান টিভির উপজেলা প্রতিনিধি। হুমকি প্রদানকারী ব্যক্তি নিজেকে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দিয়েছেন, তার নাম হুমায়ুন কবির সোহাগ। এই পরিচয়ে পটুয়াখালীতে ব্যানারও সাটিয়েছিলেন তিনি।
সাংবাদিক সিদ্দিকুর রহমান জানান, পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের কাজ চলমান। স্থানীয়রা কিছুদিন ধরেই অভিযোগ করছিলেন নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে।পরে মঙ্গলবার সকালে সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় শ্রমিক ও সাব-ঠিকাদার শ্যামল কাজের মূল ঠিকাদার সোহাগের সাথে কথা বলতে বলে। সোহাগ অভিযোগের বিষয় অবগত আছেন কিনা জানতে কল করলে তিনি প্রথমে কথা বলেনি। পরে সে নিজে কল করে অশালীন ভাষায় গালমন্দ করে এবং হুমকি ধামকি প্রদান করেন৷
এ বিষয় জানতে ঠিকাদার ও যুবদল নেতা হুমায়ুন কবির সোহাগের ওই নম্বরেই যোগাযোগ করা হয়। তবে তখন তিনি নিজের নাম পরিচয়ই অস্বীকার করেন।
সাংবাদিক সিদ্দিকুরকে হুমকি দেয়ার কল রেকর্ডে শোনা যায় সোহাগ বলছেন, ‘তুই সাংবাদিক তুই থাকবি অন্য কামে, তোর অহানে কামডা কি। তুই কাজের সাইডে গেছোস কেনো। তুই পউট্টখালী আইয়া জিগাইস সোহাগ কেডা। তোরে আমি বুঝাইতে আছি, তুই থাক আমি আইতেছি।’ এছাড়াও একাধিকবার অশালীন ভাষা ব্যবহার করছেন ওই ঠিকাদার।
এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এসব ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে এটা ভাবলে কষ্ট হয় বলে মন্তব্য করেন রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে, নিন্দা জানালেও যুবদল নেতা সোহাগের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেনি জেলা যুবদল।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, কল রেকর্ড শুনেছি। এ বিষয়ে থানায় জিডি করেছেন একজন সাংবাদিক। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। শিগ্রই যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।