ঢাকাWednesday , 11 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • তৃতীয় বার নগর পিতার দায়িত্ব বুঝে নিলেন তালুকদার আব্দুল খালেক!

    দেশ চ্যানেল
    October 11, 2023 11:27 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    তৃতীয়বারের মতন খুলনা নগর পিতার দায়িত্ব গ্রহণ করলেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
    আজ ১১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১ টায় খুলনা নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে এবং বিভিন্ন সুধীজনদের উপস্থিতিতে সম্পূর্ণ অনানুষ্ঠানিকতার সাথে প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট থেকে সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ মেয়র এর দায়িত্ব গ্রহণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
    উল্লেখ্য তিনি তৃতীয়বারের মতো এই দায়িত্বভার গ্রহণ করলেন।
    এর আগে ২০০৮ সালে খুলনার জন মানুষের ভালবাসার ম্যান্ডেড নিয়ে তিনি প্রথমবারের মতন মেয়রের আসন গ্রহণ করেন। পরে ২০১৮ সালে আবারো পুনরায় খুলনার জন মানুষেরা চাওয়া পাওয়ার প্রতিফলন হিসেবে তিনি নগরপিতার দায়িত্ব পেয়েছিলেন। এবং চলতি বছর ১২ জুন নির্বাচনে তৃতীয়বারের মতন খুলনার নগর উন্নয়ন ও নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন খুলনারই আপামর জনতা।
    তারই প্রত্যয়, তৃতীয়বারের মতো ক্ষমতায় বসলেন তালুকদার আব্দুল খালেক।
    একই সাথে ৩১ টি ওয়ার্ড কাউন্সিলর ও ১০ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর গণ সিটি মেয়রের নিকট থেকে ক্ষমতা বুঝে নেন।
    এ সময় দায়িত্ব গ্রহণ পর্ব শেষে উপস্থিত সুধীজন ও ৩১ টি ওয়ার্ড কাউন্সিলর সহ ১০ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের উদ্দেশ্য করে বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পাওয়া মানেই জনগণের সুখ-দুঃখে তাদের পাশে থেকে নিজেকে বিলিয়ে দেওয়া।
    তাই নির্বাচিত প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের আমি উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব গ্রহণ করার পর স্ব অবস্থানে থেকে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলি নিজ দায়িত্বে সম্পর্ণ করবেন।
    এ সময় মেয়র আরো বলেন বিগত ১৯, ২০ ও ২১শে সালে বৈশ্বিক মহামারী করোনার ক্রান্তিলগ্নে জনগণের পাশে থেকে সকল ধরনের সেবা খাদ্য সহায়তা আর্থিক ও স্বাস্থ্য বিষয়ক সকল উপকরণ সহ সার্বিক অবস্থায় পাশে থেকে জনগণের সেবা করেছি।
    ইতোমধ্য বেশ কিছুদিন যাবত সমগ্র দেশ জুড়ে ডেঙ্গু মহামারী রূপ ধারণ করেছে। অতএব এই ডেঙ্গু মোকাবেলা রক্ষার্থে সকল ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে নিজ নিজ এলাকা পয়নিষ্কাশন জলাবদ্ধতা নিরাশন ও মশক নিধনের কার্যক্রম চালিয়ে যাবেন।
    পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিবেন জনগণের সকল খবরা খবর রেখে প্রতিটি মানুষের চাওয়া পাওয়ার প্রত্যাশা পূরণ করবেন। তাছাড়া তিনি আরো বলেন সামনে মাত্র কয়দিন পরেই জাতীয় সংসদ নির্বাচন অতএব সবাইকে সচেতন ভাবে কাজ করতে হবে।
    এ সময় তিনি আবেগ আপ্লূত হয়ে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের দল আওয়ামী লীগ আমাকে অনেক কিছুই দিয়েছে দল থেকে আমি অনেক কিছু পেয়েছি তাই আজীবন বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের পাশে থেকে দেশ ও জনগণের সেবা করে যেতে চাই।
    তাছাড়া তিনি খুলনার জনগণদের উদ্দেশ্য করে বলেন আপনাদের ভালোবাসার কারণে আমি এই স্থানে আসতে পেরেছি তাই আপনাদের মাঝে আমি আজীবন বেঁচে থাকতে চাই।
    আপনারা দোয়া করবেন আমি যেন খুলনাকে একটি রোল মডেল তিলোত্তমা সুন্দর পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পারি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST