জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
তেঁতুলিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শালবাহান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ১ কিলোমিটার (১০০০ মি.) সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।
একই দিনে রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর তেঁতুলিয়া চৌরাস্তা বাজার থেকে আজিজনগর বাজার পর্যন্ত ৪২২০-৫২২০ মিটার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (জিডিডিআরআইডিপি) আর এন্ড এইচ রোড এক কোটি ২ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ের এক কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে শালবাহান ইউনিয়নের টায়াগছ থেকে কালান্দিগঞ্জ আরএন্ডএইচ রোড পর্যন্ত সড়কের উন্নয়নের কাজটি করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আদিত এন্টারপ্রাইজ। চৌরাস্তা বাজার থেকে আজিজনগর বাজার পর্যন্ত ৪২২০-৫২২০ মিটার পর্যন্ত সড়কের উন্নয়নের কাজটি করবে মেসার্স রিফতাহা এন্ড মিনহা কন্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী কিছু দিনের মধ্যেই এসব সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।