চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :
দামুড়হুদা উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান দামুড়হুদা গালস স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় প্রতিষ্ঠান সংলগ্ন অডিটোরিয়াম হল – এ এসএসসি ও ভোকেশনালের ২০২৬ সালের পরীক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি রফিকুল হাসান তনু । বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম,সাধারণ শিক্ষক সদস্য ফাহরিয়া আক্তার শিউলি, অভিভাবক সদস্য শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ফাহমিদা রহমান। উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা টিটিসি’র ইংরজি ভাষা প্রশিক্ষক ইনস্ট্রাক্টর ডা: হাফিজুর রহমান কাজল, সাবেক উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল আলিম।
অভিভাবক সমাবেশে সভাপতি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা তুলে ধরেন। এছাড়া সন্তানরা কোথায় যায়, কি করে সেদিকে নজর রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হলে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ প্রয়োজন বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।তিনি আরও বলেন, সন্তানের লেখাপড়ার বিযয়ে মায়েদের ভূমিকা অগ্রণী। স্কুলের নিদিষ্ট দুটো হটলাইনের ব্যবস্থা করা হবে যেখানে অভিভাবকরা সার্বক্ষণিক তাঁদের সন্তানদের লেখা পড়ার বিষয়ে সার্বিক খবরাখবর নিতে পারবেন। তিনি বলেন,প্রিটেইষ্ট এবং টেইষ্ট – এ অকৃতকার্য হলে এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আবুবকর।