মোঃ শরিফুল ইসলাম পুঠিয়া উপজেলা প্রতিনিধি
আজ শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর)সকাল ১০:৩০ মিনিটে পুঠিয়া তাহেরপুর রোডে গণ্ডগোহালী হাফিজিয়া মাদ্রাসার সামনে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,তাহেরপুরের দিক থেকে আসা এক মোটরসাইকেল ও পুঠিয়ার দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল মু’খোমুখি সংঘ’র্ষ হয়। উভয় মোটরসাইকেলের চালকসহ একজন করে যাত্রী ছিল। স্থানীয়রা আহতদের উ’দ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
গু’রুতর আ’হতরা হলেন,মোঃ সবুজ আলী (৩৬) পিতা: জিন্নাত আলী,গ্রাম – ফুলবাড়ী। মোঃ রানা (৩০) পিতা: নজের আলী গ্রাম-ফুলবাড়ী। মোঃ নিলয় (১৭) পিতা: আলেক,গ্রাম-আটভাগ সরকারপাড়া। মোঃ সাকিব (২১)পিতা:আঃখালেক গ্রাম-আটভাগ।
পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার,তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুততার সাথে রামেক হাসপাতালে রেফার্ড করেন। তারা হলেন,সবুজ, শাকিব, এবং নিলয়।